
১৯৮২ সালে যশোর সেনানিবাস ও এর পার্শ্ববর্তী এলাকার ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার উদ্দেশ্যে এরিয়া সদর দপ্তর, স্টেশন সদর দপ্তর ও ক্যান্টনমেন্ট বোর্ড এর উদ্যোগে এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের অর্থায়নে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ক্যান্টনমেন্ট জুনিয়র স্কুল নামে এ বিদ্যালয়টির পদযাত্রা শুরু হয় । ১৯৮৩ সালে ৯ম ও ১০ম শ্রেণী চালু করে এটিকে হাই স্কুলে উন্নীত করা হয় । ১৯৮৪ সালে সর্বপ্রথম ১১ জন ছাত্র-ছাত্রী এ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে । ১৯৮৫ সালে বিদ্যালয়ের বর্তমান ভবনের নীচ তলায় ৫টি শ্রেণীকক্ষসহ মোট ০৮টি কক্ষ নির্মিত হয় । বর্তমানে এটি ৩০ কক্ষ বিশিষ্ট ৩য় তলা সুরম্য শিক্ষা প্রতিষ্ঠান । বিদ্যালয়ের মোট জমির পরিমান ৫.৮২ (একর) । বর্তমান এ বিদ্যালয়টি এতদাঅঞ্চলের মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিশেষ পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে । পাঠ্যক্রমিক ও সহপাঠ্যক্রমিক উভয় ক্ষেত্রেই এ বিদ্যালয়ের গৌরবময় সাফল্য রয়েছে। এ বিদ্যালয়ের ২ জন স্কাউট লন্ডন ও শ্রীলংকা সফর করার গৌরব অর্জন করেছে এবং এ পর্যন্ত ৬ (ছয়) জন স্কাউট প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড লাভ করেছে।